সালাতুল হাজতের নামাজ

সালাতুল হাজতের নামাজ সম্পর্কে আমরা এই আর্টিকেলে বিস্তারিত জানতে পারবো৷ যারা এ ব্যাপারে জানতে আগ্রহী তাদেরকে এই আর্টিকেলে স্বাগতম৷ এর মাধ্যমে উপরোক্ত বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারবো৷ তাই শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো৷

সালাতুল হাজতের নামাজ

সালাতুল হাজত নামাজের ফজিলত সম্পর্কেও আমরা জানতে পারবো৷ আজ এই আর্টিকেলটি পাঠকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে৷ যাই হোক, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক, নিম্নে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

পোস্ট সূচীপত্র.

ভূমিকা

সালাতুল হাজত অর্থ হলো- বিশেষ প্রয়োজনের নামাজ৷ প্রত্যেক মানুষের দৈনন্দিন জীবনে নানান বিপদ-আপদের সম্মুখীন হয়ে থাকেন৷ যে বিপদের কথা অন্য কারো সাথে শেয়ার করা যায় না৷ এই বিপদের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে নামাজে দাঁড়াই।

আরো পড়ুনঃ মসজিদুল আকসার নির্মাণকাল

সালাতুল হাজত হলো একটি সাধারণ নফল ইবাদত যেটা পড়লে সওয়াব আছে, কিন্তু না পড়লে কোন ক্ষতি নাই৷ এ ব্যাপারে পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন- হে ঈমানদারগণ! তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও৷ নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন৷ (সূরা বাকারা আয়াত ১৫৩)

সালাতুল হাজত নামাজের ফজিলত

সালাতুল হাজতের ব্যাপারে অসংখ্য হাদিস এসেছে৷ বিখ্যাত একটি হাদিস, হযরত হুযাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- যখন তিনি কোন সমস্যা অথবা বিপদ-আপদে পতিত হন৷ তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন৷ (আবু দাউদ- ১৩১০  তিরমিজি শরীফ- ৪৮২)

আরো পড়ুনঃ স্বামী-স্ত্রীর জামাতে নামাজ পড়ার নিয়ম

অপর আরেকটি হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি অজু করে উত্তম রূপে দুই রাকাত নামাজ আদায় করবে৷ সে ব্যক্তি যা চাইবে আল্লাহ তা কবুল করবেন৷ দেরিতে হলেও সে পাবে৷ (মুসনাদে আহাম্মদ)

আরো পড়ুনঃ বাদশাহ জুলকারনাইন ও ইয়াজুস মাজুসের পরিচয়

আরো একটি হাদিসে উল্লেখিত আছে যে ব্যক্তি অজু করে উত্তম রূপে দুই রাকাত নামাজ আদায় করার পর আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে যা চাইবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিবেন৷

সালাতুল হাজত নামাজ কি ?

সালাতুল হাজত নামাজ সম্পর্কে জানতে হলে, সালাতুল হাজত নামাজ কি? এটা আগে জানতে হবে৷ কোন জায়েজ উদ্দেশ্য পূরণের জন্য এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি উদ্দেশ্যের নিয়তে, যে সালাত বা নামাজ আদায় করা হয়৷ অথবা কোন বিপদ-আপদে আল্লাহর কাছে সাহায্য চেয়ে যে নামাজ আদায় করা হয়৷ তাকে সালাতুল হাজত বলা হয়৷

সালাতুল হাজত নামাজ পড়ার সময় কখন

সালাতুল হাজত নামাজ দিন রাতের যেকোনো সময় এই নামাজ আদায় করা৷ যাবে তবে লক্ষণীয় বিষয় হলো সূর্য উদয়ের সময় সূর্যাস্তের সময় এবং দ্বিপ্রহরের সময় এই তিন হারাম সময় ব্যতীত যেকোনো সময় আদায় করা যাবে৷

সালাতুল হাজত নামাজের পর দোয়া

বাংলা উচ্চারণঃ লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম৷ সুবাহানাল্লাহি রাব্বিল আরশিল আজিম৷ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন৷ আস আলুকা মজিবাতি রহমতিকা আজাইমা মাগফিরাতিকা৷ ওয়া গনিমাতা মিন কুল্লি বিররি ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমতি তাদালি জাম্মাল ইল্লা গফফারতহু  ওয়ালা হাম্মান ইল্লা সার ফাররাজতাহু ওয়া হাজাতান হিয়া লাকা রিদান ইল্লা ক্বদাইতালাহু ইয়া আর হামার রহিমীন৷

আরো পড়ুনঃ হজরত ওমর ফারুক (রাঃ) জীবন কাহিনী

অর্থঃ আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই তিনি ধৈর্যশীল এবং করুণাময় তিনি গোটা জাহানের মালিক এবং প্রতিপালক৷ হে আল্লাহ আমি তোমার কাছে রহম চাই এবং ক্ষমা চাই৷ ও প্রত্যেক ভালো কাজের প্রতিদান চাই ও মন্দ কাজের জন্য ক্ষমা চাই৷

সালাতুল হাজত নামাজের আরবি নিয়ত

নাওয়াইতুয়ান ওছাললিয়া লিল্লাহি তা'আলা রাকাতাইনি সালাতুল হাজতি নফলি রাসূলুল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলাল জিহাদী কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার৷

সালাতুল হাজত নামাজের বাংলা নিয়ত

সালাতুল হাজত নামাজ, অন্যান্য নামাজের মতোই এ নামাজের নিয়ত করতে হয়৷ যেমন কেবলামুখী হইয়া দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজের নিয়ত করিতেছি আল্লাহু আকবার৷

সালাতুল হাজতের নিয়ম

সালাতুল হাজতের তেমন কোন নিয়ম নেই৷ অন্যান্য নামাজের মতই এই নামাজ পড়তে হয়৷ প্রথমে উত্তম রূপে ওযু করে নিতে হয়৷ তারপর আল্লাহ তাআলার প্রশংসার উদ্দেশ্যে সানা ও হামদ পড়া হয়৷ আল্লাহ তা'আলার কাছে খাস করে কোন কিছু চাওয়া৷ এবং নামাজ শেষে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করা৷

সালাতুল হাজত নামাজের মোনাজাত

সালাতুল হাজত নামাজ শেষে এই দোয়া পড়তে পারি রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আজাব নার৷

হে আমাদের প্রতিপালক! দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান কর৷ এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও৷

লেখকের শেষ কথা

উপরোক্ত আলোচনার ভিত্তিতে বলা যেতে পারে, সালাতুল হাজতের নামাজ একটি গুরুত্বপূর্ণ নফল ইবাদত৷ মূলত নফল ইবাদত ফরজের ঘাটতি পূরণ করে৷ তাই এটি আমাদের গুরুত্ব সহকারে আমলে আনা উচিত৷ এবং পাঠকের কাছে অনুরোধ, আমাদের এই আর্টিকেলে কোন প্রকার ভুল পরিলক্ষিত হলে, আমাদেরকে জানানোর বিশেষ অনুরোধ রইলো৷ আমরা তা সংশোধনের চেষ্টা করব ইনশাআল্লাহ৷

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফিউচার লাইফ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url