৫৭টি মুসলিম দেশের নাম

বিশ্বের সাতটি মহাদেশে মুসলমানরা জালের মত ছেয়ে আছে। যারা এ সম্পর্কে জানতে আগ্রহী। তারা আমাদের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন।

৫৭টি মুসলিম দেশের নাম

৫৭ টি মুসলিম দেশের নাম। এখানে আলোচনা করা হবে সুতরাং যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা আমাদের এই আর্টিকেলটি পড়তে পারেন।

পোষ্ট সূচিপত্র.

পশ্চিম এশিয়ার (মধ্যপ্রাচ্যের) দেশসমূহ

১. সৌদি আরব
রাজধানীর নাম রিয়াদ।
মুদ্রার সৌদি রিয়াল।
ভাষা আরবি।
মুসলিম জনসংখ্যা ২০১৯ সালের হিসাব অনুযায়ী সুন্নি সম্প্রদায় ৮৫% এবং শিয়া সম্প্রদায় ১০%। খ্রিস্টান ধর্মাবলম্বী ৪.৪%। আর বাকিরা অন্যান্য ধর্মে বিশ্বাসী।
দর্শনীয় স্থানসমূহ: মসজিদুল হারাম, মসজিদে নববী, কিংস ফাউন্টেন বা রাজকীয় ঝর্ণা, আল তায়েবাত ইন্টারন্যাশনাল সিটি।

২. কুয়েত
রাজধানীর নাম কুয়েত সিটি।
মুদ্রা কুয়েতি দিনার।
ভাষা আরবি।
মুসলিম জনসংখ্যা প্রায় ৮৫%। এর মধ্যে সুন্নি সম্প্রদায় ৭০% এবং শিয়া সম্প্রদায় ৩০%।
দর্শনীয় স্থানসমূহ: কুয়েত টাওয়ার, গ্রীন আইল্যান্ড, ফাইলাকা দ্বীপ, দ্যা গ্র্যান্ড মসজিদ, কুয়েতের ইকোপার্ক।

৩. দুবাই
রাজধানীর নাম আবুধাবি।
মুদ্রার নাম দিরহাম।
ভাষা আরবি।
মুসলিম জনসংখ্যা ২০২০ সালের হিসাব অনুযায়ী ৭৪.৫%
দর্শনীয় স্থানসমূহ: দুবাই ম্যারিনা, বুর্জ খলিফা, স্কি দুবাই, পাম আইল্যান্ড, দুবাই স্বর্ণ মার্কেট ইত্যাদি।

৪. ইরাক
রাজধানীর নাম বাগদাদ।
মুদ্রা ইরাকি দিনার।
ইরাকের মাতৃভাষা আরবি।
মুসলিম জনসংখ্যা ৯৫ থেকে ৯৯%
দর্শনীয় স্থানসমূহ: বাবিলের প্রাচীন ধ্বংসাবশেষ, মসজিদ আল কুফা, ইমাম আলী মসজিদ, আব্বাসীয় প্রাসাদ, ইরাকি জাতীয় জাদুঘর।

৫. ইরান
রাজধানীর নাম তেহরান।
মুদ্রার নাম ইরানি রিয়াল।
ইরানের রাষ্ট্রীয় ভাষা ফারসি।
মুসলিম জনসংখ্যা ২০২০ সালের হিসাব অনুযায়ী ৯৬.৬%। এরপর মুসলিম জনসংখ্যা বেড়ে দাঁড়ায় ৯৯%। এরমধ্যে শিয়া সম্প্রদায় ৯০ থেকে ৯৫%। আর বাকি সন্নি সম্প্রদায়।
দর্শনীয় স্থানসমূহ: পারসেপোলিশ, এস ফাহনের জামে মসজিদ, গুলিস্তান প্রাসাদ, লুত মরুভূমি, তাবরিজ ঐতিহাসিক বাজার কমপ্লেক্স, পারস্য উদ্যান ইত্যাদি উল্লেখযোগ্য।

৬. আজারবাইজান
রাজধানীর নাম বাকু। 
মুদ্রার নাম আজারবাইজানি মানত।
আজারবাইজানের রাষ্ট্রীয় ভাষা আজারবাইজানি। এটি তুর্কি ভাষা থেকে এসেছে। প্রায় ৯৫% লোক আজারবাইজানি ভাষায় কথা বলে।
আজারবাইজানের মুসলিম জনসংখ্যা প্রায় ৯৬.৯%।
দর্শনীয় স্থানসমূহ: আজারবাইজানের মসজিদ, আজহারবাইজানের জাদুঘর, শাহবুলাগ কেল্লা, শির বংশদের প্রাসাদ, কুমারী মিনার, শিখা টাওয়ার ইত্যাদি উল্লেখযোগ্য আরও স্থান রয়েছে।

৭. বাহরাইন
রাজধানীর নাম মানামা। 
মুদ্রার নাম বাহরেনি দিনার।
বাহরাইনের ভাষার নাম আরবি।
এদেশের মুসলিম জনসংখ্যা ১০০ শতাংশের প্রায় ৮১. ২%।
দর্শনীয় স্থানসমূহ: বাহরাইন এর জাদুঘর, বারবার মন্দির, মানামা শহর, কিং ফাহাদ কোজওয়ে, আল ফাতেহ গ্র্যান্ড মসজিদ, আল খামিস মসজিদ ইত্যাদি।

৮. জর্ডান
জর্ডানের রাজধানীর নাম আম্মান।
মুদ্রার নাম জর্দানীয় দিনার।
এদেশের সরকারি ভাষার নাম আরবি।
জর্ডানের মুসলিম সংখ্যা প্রায় ৯৪.০ %।
দর্শনীয় স্থানসমূহ: মৃত সাগর, ওয়াদি রাম, জেরাসের দক্ষিণ দরজা, সাহাবী বৃক্ষ, আঁকাবা ইত্যাদি।

৯. ওমান
রাজধানীর নাম মাস্কাট।
মুদ্রার নাম ওমানি রিয়াল।
ওমানের রাষ্ট্রীয় ভাষা আরবি।
ওমানের মুসলিম জনসংখ্যা প্রায় ৯৯.০%।
দর্শনীয় স্থানসমূহ: সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদ, আল জালালি ফোর্ট, আল আলম প্রাসাদ, আল হুতা গুহা, মাস্কট বন্দর ইত্যাদি।

১০. প্যালেস্টাইন
প্যালেস্টাইনের অপর নাম ফিলিস্তিন।
এদেশের রাজধানীর নাম জেরুজালেম।
মুদ্রার নাম দাউলত ফিলাসতীন।
প্যালেস্টাইনের রাষ্ট্রীয় ভাষার নাম আরবি।
এদেশের মোট জনসংখ্যা ১০০ শতাংশের প্রায় ৯৩.০ শতাংশ।
দর্শনীয় স্থানসমূহ: হেবরন নগরী, টেম্পল মাউন্ট, আল আকসা মসজিদ, জেরিকোতে ওয়েসিস হোটেল ইত্যাদি উল্লেখযোগ্য।

১১. কাতার
কাতারের রাজধানী দোহা।
কাতারের মুদ্রার নাম কাতারী রিয়াল।
এদেশের রাষ্ট্রীয় ভাষার নাম আরবি।
মুসলিম জনসংখ্যা প্রায় ৭৭.৫%।
দর্শনীয় স্থানসমূহ: ইসলামিক আর্ট মিউজিয়াম, বানানা আইল্যান্ড, কাতারের জাতীয় জাদুঘর, দোহার কার্নিশ, দোহা মরুভূমি ইত্যাদি।

১২. সিরিয়া
সিরিয়ার রাজধানীর নাম দামেস্ক।
মুদ্রার নাম সিরিয়ান পাউন্ড।
এ দেশের রাষ্ট্রভাষা আরবি।
এদেশের মুসলিম জনসংখ্যা ১০০ শতাংশের ৮৭. ০ শতাংশ।
দর্শনীয় স্থানসমূহ: বিখ্যাত আলেপ্পো দুর্গ, দ্য গ্রান্ড উমাইয়িদ মসজিদ, বুশরা শহর ইত্যাদি।

১৩. উজবেকিস্তান
রাজধানীর নাম তাসখন্ড।
মুদ্রার নাম উজবেকিস্তানি সমস (UZS)।
এদেশের সরকারি ভাষার নাম উজবেক এবং অনেকেই রুশ ভাষাতেও কথা বলেন।
এদেশের জনসংখ্যার প্রায় ৯০% লোক ইসলাম ধর্মে বিশ্বাসী। এর মধ্যে ৮৮% লোকই সুন্নি সম্প্রদায়। এবং বাকি লোক অন্যান্য ধর্মে বিশ্বাসী।
এদেশের দর্শনীয় স্থানসমূহ: আয়দারকুল মরু উদ্যান, জুমা মসজিদ, কল্যাণ মসজিদ, সমরখন্ড, বোখারা, খিভা, বিবি খানিম মসজিদ ইত্যাদি আরও স্থান উল্লেখযোগ্য রয়েছে।

১৪. কিরগিজস্তান
রাজধানীর নাম বিশকেক।
মুদ্রার নাম কিরগিজস্তানি সোম।
এ দেশের সরকারি ভাষা নাম হল কিরগিজ। অঞ্চল ভেদে উজবেক, রুশ এবং অন্যান্য ভাষাতেও কথা বলে থাকেন।
এদেশের মুসলিম জনসংখ্যা প্রায় ৯০%।
এদেশের দর্শনীয় স্থানসমূহ: কেন্দ্রীয় ইমাম সারাখসি মসজিদ,পর্বত হ্রদ ইত্যাদি স্থান আরো উল্লেখযোগ্য।

১৫. তুর্কেমেনিস্তান
রাজধানীর নাম আশগাবাত।
এদেশের মুদ্রার নাম তুর্কমেন মানাত (TMM)।
এদেশের রাষ্ট্রীয় ভাষা তুর্কমেন। এবং স্বীকৃতি ভাষা হিসেবে রুশ, উজবেক, এবং দারি ভাষায় অনেকেই কথা বলে থাকেন।
তুর্কেমেনিস্তান মোট জনসংখ্যার প্রায় ৯৩.১% লোক ইসলাম ধর্মে বিশ্বাসী। এবং এই দেশে সুন্নি সম্প্রদায় মুসলিমরা সবচেয়ে বেশি বসবাস করে থাকেন। আর শিয়া সম্প্রদায় লোক খুবই কম রয়েছে।
তুর্কেমেনিস্তানের দর্শনীয় স্থানসমূহ: ডোর টু হেল, মেরি মিউজিয়াম, আশকাবাত জাতীয় ইতিহাস জাদুঘর, সাপারমিরাত হাজ্বী মসজিদ ইত্যাদি স্থানগুলো উল্লেখযোগ্য।

১৬. কাজাখস্তান
রাজধানীর নাম আস্তানা।
মুদ্রার নাম টেংগে (KZT)।
এ দেশের রাষ্ট্রীয় ভাষার নাম কাজাখ। আবার অনেকেই রাশিয়ান ভাষাতেও কথা বলে থাকেন।
এদেশের মুসলমানদের সংখ্যা প্রায় ৭৪%।
এদেশের দর্শনীয় স্থানসমূহ হলো: কেন্দ্রীয় আলমাতি জামে মসজিদ, পার্ক অব  প্যানফিলোভ, শ্যারিন ক্যানিয়ন ইত্যাদি আরো স্থান উল্লেখযোগ্য।

১৭. ইয়েমেন
এদেশের রাজধানীর নাম সানা’আ।
মুদ্রার নাম ইয়েমেনি রিয়াল (YER)।
ভাষার নাম আরবি।
এদেশের মোট জনসংখ্যার প্রায় ১০০% লোক মুসলমান ধর্মে বিশ্বাসী।
দর্শনীয় স্থানসমূহ: ইয়েমেন জাতীয় জাদুঘর, আল সালেহ মসজিদ ইয়েমেন, পাথরের ঘর, সানা’আর গ্রেট মসজিদ ইত্যাদি আর উল্লেখযোগ্য স্থান রয়েছে।

১৮. সংযুক্ত আরব আমিরাত
রাজধানীর নাম আবুধাবি
মুদ্রার নাম আমিরাতের দিরহাম(AED)।
এ দেশের ভাষার নাম আরবি। এদেশের প্রচলিত ভাষার নাম উপসাগরীয় আরবি, ইংরেজি, উর্দু, মোলায়েম, বাংলা ইত্যাদি।
এদেশের জনসংখ্যার প্রায় ৮০% মানুষই ইসলাম ধর্মে বিশ্বাসী।
দর্শনীয় স্থানসমূহ: ব্রুজ খলিফা, ব্রুজ আল আরব, শেখ জাহেদ গ্রান্ড মসজিদ, দুবাই মিরাক্কেল গার্ডেন, আমিরাটস প্যালেস মান্ডালিন অরিজিনাল, জুমাইরা বীজ হোটেল, মুসলিম অফ দ্য ফিউচার ইত্যাদি স্থান উল্লেখযোগ্য।

১৯. তাজিকিস্তান
রাজধানীর নাম দুশানবে
মুদ্রার নাম সমোনি (TJS)।
ভাষার নাম ফারসি (তাজিক)।
এদেশের মোট জনসংখ্যার প্রায় ৯৮% লোক ইসলাম ধর্মে বিশ্বাসী। এর মধ্যে ৯৫% সুন্নি এবং ৩% লোক শিয়া সম্প্রদায়। আর বাকিরা অন্যান্য ধর্মে বিশ্বাস।
দর্শনীয় স্থানসমূহ: তাজিক জাতীয় উদ্যান, হিসোর দুর্গ, তাজিকিস্তানের জাতীয় জাদুঘর, ইমাম আবু হানিফা গ্র্যান্ড মসজিদ ইত্যাদি আরও স্থান উল্লেখযোগ্য।

২০. লেবানন
রাজধানীর নাম বৈরুত।
মুদ্রার নাম লেবানিজ পাউন্ড (LBP)।
এদেশের রাষ্ট্রীয় ভাষা আরবি। তবে ফ্রেঞ্চও স্বীকৃত ভাষা।
মোট জনসংখ্যার প্রায় ৬৯.৩% লোকই ইসলাম ধর্মাবলম্বী।
দর্শনীয় স্থানসমূহ: আওয়ার লেডি অফ লেবানন, বৈরুতের জাতীয় জাদুঘর, মোহাম্মদ আল আমিন মসজিদ, মুসা দুর্গ ইত্যাদি।

দক্ষিণ এশিয়ার দেশসমূহ

২১. বাংলাদেশ
রাজধানীর নাম ঢাকা।
মুদ্রার নাম বাংলাদেশি টাকা।
রাষ্ট্রীয় ভাষা বাংলা।
বাংলাদেশের মুসলিম জনসংখ্যার পরিমাণ ২০২২ সালের তথ্য অনুযায়ী ৯১. ০৪%।
দর্শনীয় স্থানসমূহ: কক্সবাজারের সেন্ট মার্টিন, শাহজালালের মাজার সিলেট, জাফলং এর ঝুলন্ত ব্রিজ, সুন্দরবন, কুয়াকাটা সমুদ্র সৈকত ইত্যাদি উল্লেখযোগ্য।

২২. মালদ্বীপ
রাজধানীর নাম মালে।
মুদ্রার নাম মালদিভিয়ান রুফিয়া।
রাষ্ট্রীয় ভাষা ধিবেহী। এই ভাষা ইন্দ্র ইউরোপীয় আর্য শাখা ভাষা থেকে মালদ্বীপের রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে।
মালদ্বীপের শতকরায় ১০০ জনই মুসলিম।
দর্শনীয় স্থানসমূহ: গ্রান্ড ফ্রাইডে মসজিদ, মালদ্বীপের প্রবাল দ্বীপপুঞ্জ, ভাধু আইল্যান্ড, হোয়েল সাবমেরিন, ফুলহাদু আইল্যান্ড ইত্যাদি উল্লেখযোগ্য।

২৩. আফগানিস্তান
রাজধানীর নাম কাবুল।
মুদ্রার নাম আফগানি।
আফগানিস্তানের ভাষাতে বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এই দেশের লোকজন প্রায় ৪০ টি ভাষায় কথা বলে থাকেন। দারি ও পাশতু এই দুই ভাষা রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে ।
এদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। এবং মুসলিম জনসংখ্যা শতকরা প্রায় ৯৯.৭%।
দর্শনীয় স্থানসমূহ: বামিয়ানের মূর্তি, বামিয়ান উপত্যকা, নীল মসজিদ, হেরাতের প্রাচীন মসজিদ, দারুল আমান প্রাসাদ, কাবুল জাদুঘর ইত্যাদি আরও উল্লেখযোগ্য স্থান রয়েছে।

২৪. পাকিস্তান
পাকিস্তানের রাজধানীর নাম ইসলামাবাদ।
মুদ্রার নাম পাকিস্তানের রুপি।
পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু। এছাড়াও অঞ্চলভেদে বিভিন্ন ভাষায় কথা বলে থাকেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো-পাঞ্জাবি, পাশতু, সিন্ধি, সারাইকি, বেলুচি, ফারসি ইত্যাদি আরো ভাষার প্রচলন রয়েছে।
পাকিস্তানের মোট মুসলিম জনগোষ্ঠী প্রায় ৯৭%। ৮৫ থেকে ৯০% লোক সুন্নি সম্প্রদায়। আর ১০ থেকে ১৫ % লোক শিয়া সম্প্রদায়।
দর্শনীয় স্থানসমূহ: বাদশাহী মসজিদ, মিনারে পাকিস্তান, ফাইসাল মসজিদ ইসলামাবাদ, শান্দুর পাস, মুড়ি পাহাড়, শাহজাহান মসজিদ, কঙ্কন ভ্যালি ইত্যাদি।

পূর্ব এশিয়ার দেশসমূহ

২৫. ইন্দ্রোনেশিয়া
ইন্দ্রোনেশিয়ার রাজধানী জাকার্তা
মুদ্রা ইন্দ্রোনেশিয়ান রুপিয়া।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রভাষা হলো বাহাসা ইন্দোনেশিয়া। এটি মালয় ভাষার একটি প্রণীত রূপ।
ইন্দোনেশিয়ার মুসলিম জনসংখ্যা ২০১৮ সালের আদমশুমারি অনুযায়ী ৮৬. ৭%।
দর্শনীয় স্থানসমূহ: বালি দ্বীপ, বোরোবুদুর বৌদ্ধ মন্দির, তোরাজাল্যান্ড, গিলি দ্বীপপুঞ্জ, বাটাম দ্বীপ, সুলুবান বীচ ইত্যাদি উল্লেখযোগ্য।

২৬. ব্রুনাই
ব্রুনাইয়ের রাজধানীর নাম বন্দর ছেরি বেগাওয়ান।
মুদ্রার নাম ব্রুনাই ডলার।
এদেশের মুসলমানদের সংখ্যা ১০০% এর মধ্যে প্রায় ৮২.৭%।
রাষ্ট্রীয় ভাষার নাম মালয়। অঞ্চল ভেদে এদেশের লোকেরা বিভিন্ন ভাষায় কথা বলে থাকেন যেমন-যাই মালয়, কেডায়ান, বেলাইট ইত্যাদি ভাষায় কথা বলে থাকেন।
দর্শনীয় স্থানসমূহ: সুলতান ওমর আলী সাইফুদ্দিন মসজিদ, জামে আসর হাসানিল বলকিয়া মসজিদ, এম্পায়ার হোটেল, ব্রুনাই জাদুঘর, ইস্তানা নুরুল ঈমান ইত্যাদি।

২৭. মালয়েশিয়া
রাজধানীর নাম কয়ালালামপুর।
মুদ্রার নাম মালয়েশিয়ান রিংগিত।
ভাষার নাম হলো মালয়।
মালয়েশিয়ার মুসলিম সংখ্যা ১০০% এর মধ্যে প্রায় ৬৩.৫%।
মালয়েশিয়া দর্শনীয় স্থানসমূহ: পেট্রোনাস টুইন টাওয়ার, লেংগা উই দ্বীপ, কিনাবালু পাহাড়, কুয়ালালামপুর শহর, দামুন ভ্যালি, ইত্যাদি।

৫৭টি মুসলিম দেশের নাম

আফ্রিকা মহাদেশের দেশসমূহ

২৮. সেনেগাল
রাজধানীর নাম ডাকার।
মুদ্রার নাম ফ্রাঙ্ক (XOF)।
এদেশের রাষ্ট্রীয় ভাষার নাম ফ্রেঞ্চ।
এদেশের মোট জনসংখ্যার প্রায় ৯৭.২% লোক ইসলাম ধর্মে বিশ্বাসী। খ্রিস্টান ধর্মাবলম্বী ২.৭ %। এবং ০.১% লোক অন্যান্য ধর্মে বিশ্বাসী।
দর্শনীয় স্থানসমূহ: গ্র্যান্ড মসজিদ ডাকার, সালোয়াম ডেলটা ন্যাশনাল পার্ক, আই এফ এ এন মুসলিম অফ আফ্রিকান আর্টস ইত্যাদি আরও স্থান উল্লেখযোগ্য।

২৯. নাইজেরিয়া
রাজধানীর নাম আবুজা।
মুদ্রার নাম নাইজেরিয়ান নাইরা (NGN)।
এদেশের রাষ্ট্রীয় ভাষার নাম ইংরেজি। নাইজেরিয়ার প্রায় কয়েকশ আঞ্চলিক ভাষা রয়েছে তার মধ্যে ইয়োরুবা, ইগবো, ফুলানি, হাউসা ইত্যাদি আরো ভাষা রয়েছে।
নাইজেরিয়ার মোট জনসংখ্যার প্রায় ৫৩% লোক ইসলাম ধর্মাবলম্বী। এদেশের উত্তর প্রান্তরে সবচেয়ে বেশি মুসলমানদের বসবাস। এবং দক্ষিণ প্রান্তে খ্রিস্টানদের বসবাস। মোট জনসংখ্যার ৪৫ থেকে ৪৬% লোক খ্রিস্টান ধর্মাবলম্বী। আর ১% লোক অন্যান্য ধর্মে বিশ্বাসী।
দর্শনীয় স্থানসমূহ: ইরিন ইজেশা জলপ্রপাত, ওবুদু মাউন্টেন রিসর্ট,সাগওয়া পাইন বন, আবুজা জাতীয় মসজিদ, কানর প্রধান মসজিদ ইত্যাদি।

৩০. গিনি
গিনির রাজধানীর নাম কোনাক্রি।
মুদ্রার নাম গিনি ফ্রাঙ্ক (GNF)।
এদেশের রাষ্ট্রীয় ভাষার নাম ফরাসি।
এদেশের মোট জনসংখ্যার প্রায় ৮৯% লোক মুসলমান ধর্মাবলম্বী। এবং ৭% খ্রিস্টান আর ২% লোক অন্যান্য ধর্মে বিশ্বাসী।
দর্শনীয় স্থানসমূহ: নিম্বা পর্বতের রেইন ফরেস্ট, কোনাক্রি বড় মসজিদ ইত্যাদি।

৩১. আলজেরিয়া
রাজধানীর নাম আলজিয়ার্স।
মুদ্রার নাম আলজেরিয়ান দিনার।
আলজেরিয়ার রাষ্ট্রভাষা আরবি।
মুসলিম জনসংখ্যা ২০২০ সালের আদমশুমারির গণনা অনুযায়ী ৯৯.১%। খ্রিষ্টান ধর্মাবলম্বী ০. ৪%। অঅনুমোদিত ০.৪%। এবং অন্যান্য ধর্মাবলম্বী ০.১%।
দর্শনীয় স্থানসমূহ: কসবা অফ আলজিয়ার্স, সেটিফ,আন্নাবা, ঘার্দাইয়া, ওরান।

৩২. মায়োত
রাজধানীর নাম মামৌদজৌ।
মুদ্রার নাম ইউরো (EUR)।
এ দেশের ভাষার নাম আরবি। আবারো অনেকে মালাগাসি ইত্যাদি ভাষায় কথা বলেন।
এদেশের মোট জনসংখ্যার ৯৭% মুসলমানরা বসবাস করেন। আর বাকিরা অন্যান্য ধর্মে বিশ্বাসী।
দর্শনীয় স্থানসমূহ:

৩৩. মরক্কো
রাজধানীর নাম রাবাত
মুদ্রার নাম মরক্কান দেরহাম
মরক্কের রাষ্ট্রীয় ভাষা আরবি।
মুসলিম জনসংখ্যা ৯৯. ৬%।
দর্শনীয় স্থানসমূহ: মারাকেশ, সিদি ইফনি, রাবাট, সাহারা মরুভূমি, মরক্কের বালির টিলা, ফেসে বউ ইনানীয়া মাদ্রাসা ইত্যাদি উল্লেখযোগ্য।

৩৪. মিশর
রাজধানীর নাম কায়রো।
মুদ্রার নাম মিশরীয় পাউন্ড।
মিশরের সরকারি ভাষা আরবি।
মুসলিম জনসংখ্যার পরিমাণ ৯৫.৩%।
দর্শনীয় স্থানসমূহ: মিশরের পিরামিড, আল আজহার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নীল নদের তীর, আলেকজেন্দ্রিযা প্রাচীন ধ্বংসাবশেষ, মাউন্টেন চেইন, মরুভূমির ওয়াদিস ইত্যাদি উল্লেখযোগ্য।

৩৫. সোমালিয়া
সোমালিয়ার রাজধানী নাম মোগাদিশু।
মুদ্রার নাম সোমালী শিলিং।
এদেশের সরকারি ভাষা সোমালি আরবি।
সোমালিয়াতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ১০০% প্রায় ৯৯. ৮% লোক বসবাস করে।

৩৬. মৌরিতানিয়া
মৌরিতানিয়ার রাজধানী নুওয়াকশুত।
এদেশের রাষ্ট্রভাষা আরবি। তবে অঞ্চল ভেদে অনেকেই ফারসি ভাষাতেও কথা বলেন।
মৌরিতানিয়ার শতভাগ মানুষই মুসলিম।
দর্শনীয় স্থানসমূহ: চিংগুয়েতি মসজিদের বাড়ি, আরগুইন আইল্যান্ড, বেন অ্যামেরা ইত্যাদি স্থান উল্লেখযোগ্য।

৩৭. মালি
রাজধানীর নাম বামাকো।
এদেশের মুদ্রার নাম ফ্রাংক।
মালির রাষ্ট্রীয় ভাষা ফরাসি। অঞ্চল ভেদে লোকজন বিভিন্ন ভাষায় কথা বলে থাকেন।
এদেশের মুসলিম জনগোষ্ঠী ১০০% প্রায় ৯৪ %।
দর্শনীয় স্থানসমূহ: আদ্রার দেস ইফোঘাস, ডগন কান্ট্রি, Djenne, বামাকো ম্যাগাজিন পার্ক ইত্যাদি উল্লেখযোগ্য।

৩৮. লিবিয়া
রাজধানীর নাম ত্রিপোলি।
লিবিয়ার মুদ্রার নাম দিনার।
এদেশের সরকারি ভাষা আরবি।
১০০% এর প্রায় ৯৭% মুসলমানরা বসবাস করেন।
দর্শনীয় স্থানসমূহ: বেনগাজি, সিরিন, ঘাদামিস, ঘাট, কারামানিল মসজিদ, মাওলা মোহাম্মদ মসজিদ, বেলাল ইবনে রাবা মসজিদ বেনগাছি ইত্যাদি।

৩৯. সুদান
সুদানের রাজধানী খারতুম।
মুদ্রার নাম সুদানিজ পাউন্ড।
সুদানের সরকারি ভাষা আরবি।
সুদানের মুসলিম জনসংখ্যা ৯৭%।
দর্শনীয় স্থানসমূহ: সুদানের পিরামিড, মরুভূমির উট, নুবা পর্বতমালা ইত্যাদি।

৪০. তিউনিশিয়া
এদেশের রাজধানীর নাম তিউনিস।
তিউনিসিয়ার মুদ্রার নাম দিনার।
এদেশের সরকারি ভাষা হল আরবি।
এদেশের মুসলিম জনসংখ্যা ৯৮.২%।
দর্শনীয় স্থানসমূহ: ইআই জেন, সউস, মুনাস্টির, তিউনিস ইত্যাদি স্থান উল্লেখযোগ্য।

৪১. কমোরোস
কমোরোস রাজধানীর নাম মরোনি।
মুদ্রার নাম কমোরিয়ান ফ্রাংক।
এদেশের বেশিরভাগ মানুষ আরবিতে কথা বলে। আবার অঞ্চল ভেদে অনেকেই ফরাসি ভাষাতেও কথা বলে।
১০০% এর প্রায় ৯৮.৩% মুসলিম এদেশে বসবাস করে।
এদেশের কিছু দর্শনীয় স্থানসমূহ: মাউন্ট এন ট্রিন গুই, মহেলী, অঞ্জয়ান।

৪২. গাম্বিয়া
রাজধানী নাম বাঞ্জুল।
মুদ্রার নাম ডালাসি।
এদেশের ভাষা ইংরেজি।
এদেশের ৯৫% মানুষই মুসলিম ধর্মে বিশ্বাসী।
দর্শনীয় স্থানসমূহ: গাম্বিয়ার সাফারিস নদীর তীর, বিজিলো ফরেস্ট পার্ক ইত্যাদি।

৪৩. জিবুতি
এদেশের রাজধানীর নাম জিবুতি।
মুদ্রার নাম জিবুতীয়ান ফ্রাঙ্ক।
এদেশের রাষ্ট্রীয় ভাষার নাম আরবি এবং অনেকেই আবার ফরাসি ভাষায় কথা বলে।
এদেশের মুসলিম জনগোষ্ঠী প্রায় ৯৭%।
দর্শনীয় স্থানসমূহ: মসজিদ আল হামুইদি, ডে ফরেস্ট ন্যাশনাল পার্ক, মাসকালি আইল্যান্ড, মোচা আইল্যান্ড ইত্যাদি আরো স্থান উল্লেখযোগ্য।

৪৪. নাইজার
রাজধানীর নাম নেয়ামে।
মুদ্রার নাম ফ্রাঙ্ক।
এদেশের সরকারি ভাষা ফরাসি।
১০০% এর মধ্যে প্রায় ৯৯.৩% মানুষই মুসলমান ধর্মে বিশ্বাসী।
দর্শনীয় স্থানসমূহ: ল্যান্ডমার্ক বিচ, গুড়ারা ওয়াটার ফলস, ম্যাজিক ল্যান্ড, টেররা কালচার ইত্যাদি উল্লেখযোগ্য।

৪৫. পশ্চিম সাহারা
রাজধানীর নাম N/A
পশ্চিম সাহারার মুদ্রার নাম মরক্কিয়ান দিরহাম।
রাষ্ট্রীয় ভাষা আরবি। অঞ্চলভেদে বারবার, ফরাসি এবং স্পেনীয় ভাষায় কথা বলেন।
এ দেশের রাষ্ট্রীয় ভাষার নাম আরবি। অনেকেই আবার বারবার এবং ফরাসি ভাষায়ও কথা বলে।
এদেশের মোট মুসলিম জনসংখ্যা ৯৮.৪ শতাংশ।
পশ্চিম সাহারার দর্শনীয় স্থানসমূহ: বালির স্তুপ, ওয়াদি আল-হিতাল ইত্যাদি স্থান উল্লেখযোগ্য।

৪৬. সিয়েরা লিওন
রাজধানীর নাম ফ্রী টাউন।
মুদ্রার নাম লিওন (SLL)।
এ দেশের ভাষা ইংরেজি।
এদেশের মোট জনসংখ্যার প্রায় ৭৮.৫% লোক ইসলাম ধর্মে বিশ্বাসী।
দর্শনীয় স্থানসমূহ: পুজেহুন কেন্দ্রীয় মসজিদ ইত্যাদি।

৪৭. গিনি বিসাউ
রাজধানীর নাম বিসাউ।
মুদ্রার নাম পশ্চিম আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক (XOF)।
এদেশের রাষ্ট্রীয় ভাষা নাম পর্তুগিজ।
এদেশের মোট জনসংখ্যার প্রায় ৭০% লোক ইসলাম ধর্মে বিশ্বাসী।
দর্শনীয় স্থানসমূহ: গেপেট্রোল টাওয়ার মালাবো, মালাবো কেন্দ্রীয় মসজিদ।

৪৮. বুর্কিনা ফাসো
রাজধানীর নাম ওয়াগাদুগু।
মুদ্রার নাম পশ্চিম আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক (XOF)।
এদেশের রাষ্ট্রীয় ভাষার নাম ফরাসি। অঞ্চলভেদে কয়েকটি ভাষা প্রচলিত আছে যেমন মুরে, ফোলা, দাইয়ুলা ইত্যাদি।
এদেশের মোট জনসংখ্যার প্রায় ৬০% মানুষ ইসলাম ধর্মাবলম্বী।
দর্শনীয় স্থানসমূহ: বোবো দিওলাসোর গ্র্যান্ড মসজিদ ইত্যাদি।

৪৯. ইরিত্রিয়া
রাজধানীর নাম আসমার।
মুদ্রার নাম নাকফা (ERN)।
রাষ্ট্রীয় এবং স্বীকৃতি ভাষার নাম আরবি, ইংরেজি, তিগ্রেনিয়া ইত্যাদি।
এদেশের মোট জনসংখ্যার প্রায় ৫১% লোকই ইসলাম ধর্মে বিশ্বাসী।
দর্শনীয় স্থানসমূহ: আল খুলাফায়ে রাশেদিন মসজিদ আসমার ইত্যাদি।

৫০. চাদ
রাজধানীর নাম এনজামেনা।
মুদ্রার নাম মধ্য আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক (XAF)।
এদেশের সরকারি ভাষার নাম আরবি এবং ফরাসি। নৃগোষ্ঠীরা বিভিন্ন ভাষায় কথা বলে থাকে যেমন সারা, কানেম্বু, মাসালিট ইত্যাদি ভাষায় কথা বলে।
দর্শনীয় স্থানসমূহ

৫১. আইভরি কোস্ট
রাজধানীর নাম ইয়ামুসুক্রো।
মুদ্রার নাম ফ্রাঙ্ক।
এদেশের সরকারি ভাষার নাম ফরাসি। এছাড়াও মোট ৬৯ টি ভাষা এ রাষ্ট্রে প্রচলিত রয়েছে।
এদেশের মোট জনসংখ্যার প্রায় ৪৫. ৫% লোক ইসলাম ধর্মাবলম্বী।
দর্শনীয় স্থানসমূহ: কমো ন্যাশনাল পার্ক, তাই ন্যাশনাল পার্ক ইত্যাদি। 

৫২. ক্যামেরুন
ক্যামেরুনের রাজধানীর নাম ইয়াউন্দে।
মুদ্রার নাম মধ্য আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক (XAF)।
ভাষা ফরাসি, ইংরেজি। স্বীকৃত আঞ্চলিক ভাষা যেমন ফুলা, চাদীয় আরবি, ক্যামেরুনীয় পিজিন ইত্যাদি।
মোট জনসংখ্যার প্রায় ২০.২% মানুষ ইসলাম ধর্মাবলম্বী। আর খ্রিস্টান ৫৯. ৭%।
বিশেষ দ্রষ্টব্য: এই দেশটি আফ্রিকা মহাদেশের একটি অংশ বিশেষ। এই দেশটি মূলত ইসলামিক দেশ নয়। এখানে কিছু সংখ্যক লোক ইসলাম চর্চা করে।

৫৩. মোজাম্মিক
রাজধানীর নাম মাপুতো।
মুদ্রার নাম মেটিকাল (MZN)।
সরকারি ভাষার নাম পর্তুগিজ। ব্যবহৃত ভাষা সমূহ হলো সোয়াহিলি, সংজ্ঞা, মৌয়ানি ইত্যাদি।
এদেশের মোট জনসংখ্যা প্রায় ১৮.৩% লোক ইসলাম ধর্মে বিশ্বাসী। আর ৫৭.৬% লোক খ্রিস্টান ধর্মাবলম্বী। আর কিছু সংখ্যক লোক অন্যান্য ধর্মে বিশ্বাসী।
বিশেষ দ্রষ্টব্য: এই দেশটিও আফ্রিকা মহাদেশের একটি অংশ বিশেষ। এই দেশটিও মুসলিম দেশ নয়। সংখ্যায় কিছু সংখ্যক ব্যক্তিরা ইসলাম ধর্মে বিশ্বাসী।

৫৭টি মুসলিম দেশের নাম

ইউরোপ মহাদেশ

৫৪. তুরস্ক
রাজধানীর নাম আঙ্কারা।
মুদ্রার নাম তুর্কি লিরা।
তুরস্কের রাষ্ট্রীয় ভাষার নাম তুর্কি।
মুসলিম জনসংখ্যা ১০০ শতাংশের ৯৯.৮%।
দর্শনীয় স্থানসমূহ: সুলেমানিয়া মসজিদ, ব্লু মসজিদ, প্যারা মিউজিয়াম, রোমান্টিক শহর কন্যা, ক্যাপাডোসিয়া ইত্যাদি।

৫৫. কসোভো
কসোভোর রাজধানীর নাম প্রিস্টিনা ।
মুদ্রার নাম ইউরো।
এদেশের রাষ্ট্রীয় ভাষার নাম আলবেনিয়। আবার অনেকে সারবিয় ভাষায় কথা বলেন।
১০০% এর প্রায় ৯৫.৬% লোক ইসলাম ধর্মে বিশ্বাসী।
এদেশের কিছু দর্শনীয় স্থানসমূহ: ভিসকি ডেকানি আশ্রম, প্রিজরেন, ওসমানীয় মসজিদ, সিনান পাশা মসজিদ ইত্যাদি।

৫৬. আলবেনিয়া
রাজধানীর নাম তিরানা।
মুদ্রার নাম লেক।
ভাষার নাম আলবেনী। এবং অঞ্চল ভেদে বিভিন্ন ভাষা কথা বলে থাকে যেমন গ্রেক, আরোমানীয়, মেসিডোনিও ইত্যাদি।
আলবেনিয়ার মোট জনসংখ্যার প্রায় ৫৮.৭৯% লোক ইসলাম ধর্মে বিশ্বাসী। এর মধ্যে খ্রিস্টান ধর্মের অনুসারীরা ১৬.৯৯%। এবং বাকিরা অন্যান্য ধর্মে বিশ্বাসী।
দর্শনীয় স্থানসমূহ: জামিয়া ই ইলজাজ মিরাহরিত, জিন আলেক্সি মসজিদ, ধার্মি, বেরাত ইত্যাদি।

৫৭.বসনিয়া ও হার্জোগোভিনা
রাজধানীর নাম সারায়েভো।
মুদ্রার নাম রূপান্তরযোগ্য মার্ক (BAM)।
এ দেশের সরকারি ভাষা নাম বসনিয়ান। অঞ্চলভেদে অনেকে আবার ক্রোয়েশিয়ান ও সার্বিয়ান ভাষায় কথা বলেন।
এদেশের মোট জনসংখ্যা প্রায় ৫১% লোকই ইসলাম ধর্মে বিশ্বাস।
এদেশের কিছু দর্শনীয় স্থানসমূহ: গাজী হাসরেভ বেগ মসজিদ, লাতিন ব্রিজ, বাস্কারসিজা, হলুদ দূর্গ ইত্যাদি আরও স্থান উল্লেখযোগ্য।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফিউচার লাইফ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url